স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 03-07-2024

স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

আগামী ৩ বছরের জন্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেব লীগ যুক্তরাষ্ট্র শাখার আংশিক কমিটি অনুমোদন দিয়েছে। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এই কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির গঠনের দায়িত্ব দেয়া হয়। নব নির্বাচিত কমিটির সদস্যরা হলেন- সভাপতি মোহাম্মদ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, সহ সভাপতি জাফর আহমেদ, হাসান জিলানী, গিয়াস উদ্দিন, মোহাম্মদ জাহিদ মিয়া, মোহাম্মদ মাহবুবুর রহমান, শেখ জামাল হোসেন, আ: হাদী রানা, মোহাম্মদ সাইফুল আলম, সাগর মোহাম্মদ সানু, নওশাদ হোসেন পবন, আশরাফ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল মিয়া, মোহাম্মদ ফখরুল আবেদীন আবেদ, আহমেদ নূর আবির, সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমেদ, বাসির আহমেদ, সহিদুল হক রাসেল, প্রচার সম্পাদক খন্দকার আবু হাসান কায়সার, দপ্তর সম্পাদক মাহফুজ সরদার, প্রকাশনা সম্পাদক অভি খান, ত্রাণ বিষয়ক সম্পাদক স্বপন তালুকদার, গণসংযোগ সম্পাদক কামরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আবু তাহের, উপ প্রচার সম্পাদক সাইফুর রহমান, সদস্য সোহেল রহমান, আতিক রহমান, আতিক রহমান, পলাশ রায়, শাখাওয়াত হোসেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)