আগামী সেপ্টেম্বরে নতুন কমিটি হচ্ছে


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 26-06-2024

আগামী সেপ্টেম্বরে নতুন কমিটি হচ্ছে

জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে গত ২২ জুন নানা আয়োজনে আনন্দ, উচ্ছ্বাসের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলি পালন করা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি প্লাটিনাম জুবিলি উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও বাকসুর সাবেক জিএস ড. প্রদীপ রঞ্জন কর। প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য নিজাম চৌধুরী।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাছিব মামুন, মহিউদ্দিন দেওয়ান ও দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আলোচনা সভার কাজ শুরু করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান ঢাকা থেকে সংযুক্ত হয়ে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বিগত পঁচাত্তর বছরে বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন, সংগ্রাম আত্মত্যাগ এবং অর্জনের গৌরব গাথা ইতিহাসের কথা তার বক্তব্যে তুলে ধরেন। তিনি আরো উল্লেখ করেন যে এই আওয়ামী লীগ জাতিকে স্বাধীনতা এনে দিয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্বদরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত। অতি সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের বরাত দিয়ে উল্লেখ করেন যে সিদ্দিকুর রহমান নেত্রীর দেওয়া কমিটিকে ভেঙেচুরে শূন্যস্থান পূরণের নামে যে পদবাণিজ্য শুরু করেছেন, তাতে নেত্রী খুবই বিরক্ত। তিনি বলেন, আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি করবেন বলে সবাইকে জানিয়ে দেন।

বিশেষ অতিথি মাহবুবুর রহমানএবং ড. প্রদীপ রঞ্জন কর স্বাধীনতা-সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে আওয়ামী লীগের ঐতিহাসিক ভূমিকার কথা ঊল্লেখ করে বক্তব্য রাখেন। ড. প্রদীপ কর তার বক্তব্যে সিদ্দিকুর রহমানের নানা অনিমতান্ত্রিক কার্যক্রম তুলে ধরে সবাইকে ঐক্যবদ্ধভাবে মেকাবিলা করার আহ্বান জানান।

প্রধান আলোচক নিজাম চৌধুরী বিগত ৭৫ বছরের আওয়ামী লীগের সংগ্রাম আর আত্মত্যাগের কথা উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ মানে ঊন্নয়ন, আওয়ামী লীগ মানে এগিয়ে যাওয়া, আওয়ামী লীগ মানে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফারুক হুসাইন, শওকত আকবর রিচি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শাহ বখতিয়ার, শিক্ষাবিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ আতিকুল ইসলাম, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জিহাদুল হক জেহাদ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা কফিল চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ আতিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সুব্রত তালুকদার, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ সেলিম, যুবলীগ নেতা শেখ জামাল হুসেন, শেখ হাসিনা মঞ্চের সভাপতি আব্দুল জলিল, আওয়ামী লীগ নেতা শ্যামল চন্দ, গোলাম খান লিপ্টন, কায়কোবাদ খান, ওয়াহিদ কাজি এলিন, কাজী তোফায়েল ইসলাম, আবুল হোসেন, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোমানা আকতার, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সর্দার, সাবেক কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক শাখাওয়াত বিশ্বাস, সাবেক কেন্দ্রীয় সদস্য আবদুল ওয়াহাব জোয়ারদার, কার্যকরি কমিটির সদস্য রাকিব হাসান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সম্পাদক এইচ এম ইকবাল, আব্দুল বাছির, ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মুহাম্মদ হাসান, ইশরাত হোসেন হৃদয় প্রমুখ।

সভার শেষে রাত ১২টা ১ মিনিটে জন্মদিনে কেক কেটে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)