কন্স্যুলেট সেবা পেলেন মিশিগানবাসী


বিশেষ সংবাদদাতা , আপডেট করা হয়েছে : 12-06-2024

কন্স্যুলেট সেবা পেলেন মিশিগানবাসী

গত ৮ এবং ৯ জুন-২০২৪ শনিবার ও রবিবার মিশিগানে দুই দিনব্যাপী বাংলাদেশ এম্বেসি ওয়াশিংটন ডিসির কর্মকর্তারা মিশিগানের প্রবাসীদের কন্স্যুলেট সেবা স্বতঃস্ফূর্তভাবে প্রদান করেন দীর্ঘ দু-বছর পর। মিশিগান স্টেইট ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পুরো দু’দিনব্যাপী এই কন্স্যুলেট সেবা প্রদান করা হয় ২৩২১১ রায়ান রোড, ওয়ারেন, মিশিগানে। কাঙ্ক্ষিত এ সেবা পেয়ে মিশিগানে বসবাসকারী প্রবাসীরা দারুণভাবে উপকৃত হয়েছেন বলে সেবা প্রাপ্ত মিশিগানবাসীদের অনেকেই জানান। বিপুলসংখ্যক বাংলাদেশী বর্তমানে মিশিগানের বিভিন্ন এলাকায় স্থায়ীভাবে বাস করছেন যাদের অনেকেই বছরের বিভিন্ন সময়ে দেশে ভ্রমণ করেন। বাংলাদেশ ভ্রমণে মিশিগানে বসবাসরত বাংলাদেশী আমেরিকানদের নো ভিসা সিলের প্রয়োজন হয়। এয়ার লাইন সংশ্লিষ্ট অনেকেই জানান, পাসপোর্টে নো ভিসা সিল লাগাতে অনেককে নিউইয়র্ক কিম্বা ওয়াশিংটনস্থ বাংলাদেশ এম্বেসীতে যোগাযোগ করতে হয়। যা একদিকে ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ বটে। মিশিগানের বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও কমিউনিটি এক্টিভিষ্ট ফারুক আহমদ চান, আব্দুস শুক্কুর খান মাখন, আবু মুসা এবং মোহাম্মদ মোত্তালিবদের সহযোগীতায় প্রায় ১৫০০ মিশিগান প্রবাসী দুই দিনব্যাপী অনুষ্ঠিত কন্স্যুলেট সেবা নেন। উপকৃত ও সেবা গ্রহণকারী মিশিগানবাসী উদ্যেক্তাদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)