নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 29-05-2024

নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী পালন

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক শিল্পী বেবি নাজনীন বলেছেন, ৩০ মে বাংলাদেশী জাতির জন্য খুবই শোকবহ একটি দিন। এই দিনে হত্যা করা হয় দেশের সফল রাষ্ট্রনায়ক ও আধুনিক বাংলাদেশের স্থপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে রাজনৈতিক বিচক্ষণতা, প্রজ্ঞা, সততা ও কূটনৈতিক দক্ষতা দিয়ে দেশেকে অসীম উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। গত ২৭ মে ব্রঙ্কসের নিরব রেস্টুরেন্টে নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি আয়োজিত শহীদ জিয়ার ৪৩তম শাহাদত বার্ষিকির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী ও সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিল্লুর রহমান জিল্লু, প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রাক্তন কোষাধ্যক্ষ জসিম উদ্দিন ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি ওলিউল্লাহ আতিকুর রহমান, বিএনপি নেতা ড. নুরুল আমিন পলাশ, বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর, এ আর মাহবুবুল হক, বাচ্চু মিয়া, কাজী আমিনুল ইসলাম স্বপন, বিলাল চৌধুরী, আব্দুর রহিম, সোহেব আহমদ, মোহাম্মদ আলী রাজা, ভিপি জসীম, লিয়াকত আলী, মোমতাজ আহমদ, আতিকুর রহমান সাবু, এজিএম জাহাঙ্গীর হোসাইন, খলকুর রহমান, মিলন সরকার প্রমুখ।

অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন ম্যানহাটন বিএনপির সদস্য সচিব জিয়াউল আহমদ জামিল এবং স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শাহিন চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিয়াউল মিশন, রিয়াজ মাহমুদ, মাহবুব চৌধুরী, জিল্লুর রহমান খান, তপদির রায় বরুন, দুলাল রহমান, সুলতান মাহমুদ উল্লাস, আলহাজ্ব সাব্বির উদ্দিন প্রমুখ। 

জিল্লুর রহমান জিল্লু তাঁর বক্তব্যে বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও সফল রাষ্ট্রনায়ক। তাঁর শাসনকালে দেশ অর্থনৈতিকভাবে যেমন সাবলম্বী হয়ে উঠে তেমনি আন্তর্জাতিক অঙ্গনে শক্তিশালী একটি অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছিলো। বর্তমান অবৈধ সরকর ক্ষমতায় এসে দেশকে অর্থনৈতিকভাবে পুঙ্গ ও পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশে আইনের শাসন ও সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে এই অবৈধ সরকারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত না হলে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ দিন যাবৎ দেশে-বিদেশে আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছে।

দিনব্যাপী পালিত কর্মসূচির মধ্যে ছিলো বাদ জোহর নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারে দোয়া মাহফিল ও তবরুক বিতরণ। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপি সভাপতি আহবাব চৌধুরী খোকন, বিএনপি নেতা আব্দুর রহিম, সোহেব আহমদ, লিয়াকত আলী, মোহাম্দদ আলী রাজা, জিয়াউল আহমদ জামিল, মসলুল আহমদ, কামাল আহমদ, চৌধুরী মোমিত তানিম। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রহমান।

বাদ আছর ম্যানহাটনের হানড্রেট টোয়েল্ব স্ট্রিট ও ল্যাক্সিজিন্টন এভিনিউস্থ আল ইসলাহ ইসলামিক সেন্টারে আয়োজিত দোয়া মাহফিলে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন, প্রাক্তন যুগ্ম আহবায়ক মানিক আহমদ, ম্যানহাটন বিএনপির যুগ্ম আহবায়ক এনায়েত আলী, সদস্য সচিব জিয়াউল আহমেদ জামিল, যুগ্ম সদস্য সচিব শাহাব সিদ্দিকি ও ব্রঙ্কস বিএনপির চৌধুরী মোমিত তানিম। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ শাহান শাহ। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারক বিতরণ করা হয়। এ ছাড়া বাদ আসর ব্রঙ্কসের বাংলা বাজার মসজিদে দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়। এই সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহিন চৌধুরী, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, বিএনপি নেতা নুরুল আমিন পলাশ, জাফর তালুকদার, লিয়াকত আলী, মোমতাজ আহমদ, ফারুক কবির, খন্দোকার এ বাকি, দুলাল রহমান, এডভোকেট আতিকুর রহমান সাবু, মুক্তিযোদ্ধা নুরুল ইসাম প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবুল কাসেম এহিয়া।

মুষলধারে বৃষ্টির মাঝেও দিনব্যাপি প্রতিটি আয়োজনে ব্যাপক সমাগম ছিলো। বাদ মাগরিব আয়োজিত দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও করে ও প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তিসহ বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা অলিউল্লাহ আতিকুর রহমান। সভায় বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)