গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 15-05-2024

গাজায় গণহত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল

গাজা ও রাফার ঘটনায় ঢাকাতেও ক্ষোভ দেখাল মানুষ। দখলদার ইসরাইলের ফিলিস্তিনের গাজা ও রাফায় নির্বিচার বোমা বর্ষণ ও গণহত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ঐক্যজোট। গত ১৩ মে সোমবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি নিয়ে ক্ষোভ ঝড়ানো মিছিলটি পল্টন মোড়সহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বায়তুল মোকাররমের উত্তর গেইটে এসে দাঁড়ায়। সেখান ফিলিস্তিনের নির্যাতিত, আহত ও নিহতদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতির বক্তব্যে ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেন, পাশ্চাত্যের সহযোগিতায় মাসের পর মাস গাজা ও রাফায় সন্ত্রাসবাদী ইসরাইল মজলুম ফিলিস্তিনিদের উপর নারকীয় গণহত্যা চালাচ্ছে। ৩৫ হাজার নিরীহ নারী, পুরুষ ও শিশুদের তারা শহীদ করেছে। ৮০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। তবুও যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র রাষ্ট্রগুলো ইসরাইলকে সামরিক সহায়তা দিয়ে আসছে। ধিক্কার জানাই কথিত মানবতার ধ্বজাধারীদের এমন বৈষম্যমূলক আচরণের। মূলত তাদের অস্ত্র সরবরাহ ও নিঃশর্ত সমর্থনের কারণেই মধ্যপ্রাচ্যে আজ অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার বিভৎস চিত্র দেখে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। সেখানে মুসলমান ভাই-বোনদের রক্ত ঝরছে। তাদের পাখির মত গুলি করে হত্যা করা হচ্ছে। নারী ও শিশুদের পাশবিক নির্যাতন করা হচ্ছে। হাসপাতাল, মসজিদ-মাদরাসা, বিদ্যালয়, কলেজ কোনকিছুই হানাদার ইসরাইলি দস্যুদের বোমা হামলা থেকে রক্ষা পাচ্ছে না। এই অবস্থায় মুফতী আমিনীর (রহ.) রুহানী সন্তানেরা নিরব বসে থাকতে পারে না।

তিনি বলেন, জাতিসংঘ এখন একটি সাইনবোর্ড। বিবৃতি দেওয়া ছাড়া তাদের কিছু করার ক্ষমতা নেই। এই নতজানু জাতিসংঘ দিয়ে ফিলিস্তিনে হামলা বন্ধ হবে না। মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে অবিলম্বে মুসলিম জাতিসংঘ গঠন করতে হবে এবং ইসরাইলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে এই অবৈধ রাষ্ট্রের সাথে সবধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও ওদের সকল পণ্য বয়কট করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি তৈয়্যব হোসাইন, মাওলানা আবুল কাশেম, মাওলানা শেখ লোকমান হোসাইন, মুফতি আব্দুল কাইয়্যুম, মাওলানা আলতাফ হোসাইন, মুফতি জিয়াউল হক মজুমদার, মুফতি সাইফুল ইসলাম মাদানী, মাওলানা মীর হেদায়েতুল্লাহ গাজী, মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী, মাওলানা আনসারুল হক ইমরান, মাওলানা আশরাফ আলী জিহাদী, মাওলানা মির্জা ইয়াসিন আরাফাত, যুব নেতা এএম জহিরুল ইসলাম প্রমুখ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)