হাউজে বাইপার্টিজান সমঝোতায় নতুন চাইল্ড ট্যাক্স ক্রেডিট বিল পাস


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 07-02-2024

হাউজে বাইপার্টিজান সমঝোতায় নতুন চাইল্ড ট্যাক্স ক্রেডিট বিল পাস

হাউজে ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলীয় নেতৃবৃন্দের বাইপার্টিজান চুক্তিতে আমেরিকান পরিবার এবং শ্রমিকদের জন্য ট্যাক্স রিলিফ অ্যাক্ট, ২০২৪ নামে পরিচিত বিলটি গত ৩১ জানুয়ারি বুধবার পাস হয়েছে। চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ব্যবসায় নিরাপত্তার সম্প্রসারণের জন্য হাউস বাইপার্টিজান ট্যাক্স বিলটির জন্য ৮০ বিলিয়ন ডলার বরাদ্দ দেয়া হয়েছ। এ বছরই ২০২৩ ট্যাক্স রিটার্ন ফাইলিংএ দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারগুলো পাবে এ অতিরিক্ত ফেডারেল চাইল্ড ট্যাক্স ক্রেডিটের অর্থ। 

বিলটির প্রণেতা সিনেট ফাইন্যান্স কমিটির চেয়ার অরেগন থেকে নির্বাচিত ডেমোক্রেটিক দলীয় সিনেটর রন ওয়াইডেন এবং হাউজ ওয়েজ অ্যান্ড মিন্স কমিটির চেয়ার মিজৌরি থেকে নির্বাচিত রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান জেসন টি স্মিথ। যদিও সিনেটে বিলটি পাস নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। সিনেটে বিলটি পাস হলে এবং প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষরের পর তা আইনে পরিণত হবে। আইনটি ৩৫৭-৭০ ভোটে হাউসে পাস করেছে। বিলটিতে বিজনেস প্রতিষ্ঠানের জন্য রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স বেনিফিট, বিজনেস ট্যাক্স বেনিফিট বিজনেস ট্যাক্স কার্ডও অন্তর্ভুক্ত রয়েছে।

এই আইনটি সিনেটে পাস হলে এবং প্রেসিডেন্ট স্বাক্ষর করলে ২০২৩ সাল থেকেই শিশু প্রতি ১ হাজার ৬০০ ডলারের পরিবর্তে ১ হাজার ৮০০ ডলার পাবে। ২০২৪-এ ১ হাজার ৯০০ এবং ২০২৫-এ ২ হাজার ডলার পাবে। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)