নেপিয়ারে নিউজিল্যান্ডকে লজ্জায় ডুবালো বাংলাদেশ


নিজস্ব প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 23-12-2023

নেপিয়ারে নিউজিল্যান্ডকে লজ্জায় ডুবালো বাংলাদেশ

নিউজিল্যান্ডকে লজ্জার সাগরে ভাসিয়ে শেষ ওয়ানডে জিতল বাংলাদেশ। নেপিয়ারে স্বাগতিকদের ৯৮ রানে অলআউট করে ৯ উইকেটে জিতেছে বাংলাদেশ। হোমে এটা নিউজিল্যান্ডের চতুর্থ সর্বনিন্মস্কোর। এর আগে তারা তিনবার ১০০ এর নীচে অলআউট হয়। এরমধ্যে রয়েছে অকল্যান্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ এ ৭, ওয়েলিংটন ও ক্রাইস্টচার্জে অস্ট্রেলিয়ার বিপক্ষে যথাক্রমে ৭৪ ও ৯৪ রানে অলআউট হওয়ার ঘটনা।


বাংলাদেশ আগের দুই ম্যাচে হেরে সিরিজ হেরেছিল। শেষ ম্যাচটা শান্তদের ছিল শান্তনার জয় খোজা। কিন্তু সে ম্যাচেই নিউজিল্যান্ডকে লজ্জায় ডুবিয়েছে তারা। প্রথম ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ওই রানে অলআউট হয় ৩১.৪ ওভারে। ইউল ইয়ং করেছিলেন সর্বোচ্চ ২৬ রান। বাংলাদেশের পক্ষে শরীফুল তানজিম সাকিব ও সৌম্য নেন তিনটি করে উইকেট।


এরপর খেলতে নেমে বাংলাদেশ বিজয়ের (৩৭) উইকেট হারিয়ে পৌছায় লক্ষ্যে। সৌম্য চোখে সমস্যা দেখা দিলে মাঠ ছেড়ে যান ৪ রান করে। শেষ পর্যন্ত শান্ত ৫১ রানে অপরাজিত থেকে লিটনকে নিয়ে লক্ষ্যে পৌছান ১৫.১ ওভারে। তানজিম সাকিব ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন। ইয়ং ম্যান অব দ্যা সিরিজ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)