চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন খন্দকার মোশাররফ


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 27-06-2023

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন খন্দকার মোশাররফ

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার সকাল সাড়ে সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুর রওনা হন বলে জানান তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার। এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে আব্বা সিঙ্গাপুর গেছেন। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার এ্যাপুয়েমেন্ট করা হয়েছে।”

 

খন্দকার মোশাররফ হোসেনে সাথে তার সহধর্মিনী বিলকিস আক্তার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুল হোসেন রয়েছেন।

 

গত ১৬ জুন শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ। তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের অধীনে চিকিতসাধীন ছিলেন। আটদিন চিকিৎসা শেষে গত ২৪ জুন গুলশানের বাসায় ফেরেন তিনি।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)