কোম্পানীগঞ্জের ঈদ প্রীতি সমাবেশ ও ভবন-২ উদ্বোধন


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 31-05-2023

কোম্পানীগঞ্জের ঈদ প্রীতি সমাবেশ ও ভবন-২ উদ্বোধন

গত ১৪ মে রবিবার সুন্দর বিকেলে সফলভাবে শেষ হলো কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইনক্ ইউএসএ এর ঈদ প্রীতি সমাবেশ ও ভবন-২ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ছিলেন সভাপতি আব্দুল আলীম জিহাদী, ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান মোহাম্মদ আবু সুফিয়ান, ট্রাস্টি বোর্ড সদস্য হাজী আবুল কাশেম, হাজী মোতাহের হোসেন, সেলিম জাহিদ, খায়রুল ইসলাম মিন্টু, আহসান উল্লাহ বাচ্চু, ডা: মোহাম্মদ ছিদ্দিক মুন্না, নূরুল করিম মোল্লা, মোঃ সানা উল্লাহ, আব্দুল হালিম, আবু নাছের, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ, অফিস সম্পাদক নূরুল ইসলাম বাবু, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক সালাউদ্দিন রাসেল, সদস্য মোহতাছেম বিল্লাহ সিরাজী, আলমগীর হোসেন, আবুল আজাদ, মিজানুর রহমান মিজান, মোকারম হোসেন সোহাগ, নূরুল আমিন বুলবুল, সাহাব উল্লাহ পাটোয়ারী, মোরসালিন হোসেন, আইয়ুব আলী জনি, সাহাব উদ্দিন, তালহা আমির, হেলাল উদ্দিন, তৌফিকুল ইসলাম তারেক, জামাল উদ্দিন, জয়, শিমুল, মিরাজ, শাহরিয়ার দিদার, ওমর ফারুক, রিপন।

আরো উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক মামুন চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক নূর আফসার স্বপন, সদস্য মামুন আব্দুল্লাহ, নির্বাচন কমিশনার হুমায়ুন কবির ছুটি, চরপার্বতী সাবেক চেয়ারম্যান নূরুল আমিন, উপদেষ্টা তাজুল ইসলাম, উপদেষ্টা মোহাম্মদ নাসিম, সাংবাদিক শহিদুল্লাহ কায়সার, মোহাম্মদ মোস্তফা, নঈম উদ্দিন, ব্যাবসায়ী মোহাম্মদ হক আজিজ, ইয়াসিন সবুজ, সাহাব উদ্দিন, মোহাম্মদ আজিজ, মোহাম্মদ সেলিম, সাংবাদিক অভি আজিম।

অনুষ্ঠানে পাঁচ শতাধিক সদস্য/ সদস্যদের উপস্থিত হয়ে মনোরম পরিবেশে রাস্তা ব্লক করে আনন্দ ও ভবন-২ উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সবুজ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)