যশোর সোসাইটির নতুন কমিটির অভিষেক


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 15-10-2025

যশোর সোসাইটির নতুন কমিটির অভিষেক

নিউইয়র্ক জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে যশোর সোসাইটি অব আমেরিকা ইনকের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৬ এর অভিষেক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের চেয়ারপারসন বিশিষ্ট অ্যাটর্নি মঈন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি ইন্সপেক্টর কারাম চৌধুরী, ক্যাপ্টেন আব্বাস, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, খলিল বিরিয়ানির প্রেসিডেন্ট খলিলুর রহমানসহ বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ এবং প্রবাসী যশোরবাসীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিরা।

নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে নবনির্বাচিত সব সদস্যের পরিচয় করিয়ে দেওয়া হয় এবং তাদের আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত করা হয়। নবগঠিত কমিটিতে আরো রয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এসকে মিজানুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে মাহবুবুর রহমান, আবুল হাশেম, মেহেরুন্নেসা মুল্লিক (মেরি), মামুন সরদার, মো. মজহারুল ইসলাম (অনিক) ও মেহেদী আল-মামুন।

কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন-মো. রিফাত হোসেন, শাকিউল ইসলাম (কনক), ইসানুর রহমান, মাহমুদুল কবির, মো. জিয়াউর রহমান, তিফুর রহমান তুরাগ, এসএম গোলাম ফারুক, সোনিয়া পারভিন মুল্লিক, সাদিয়া মোহনা, মো. আমিনুল ইসলাম (গনি), মো. শরিফুল ইসলাম, শায়লা সুমিন (হাসু), শাহিন সরদার, মারিয়া মৌ (মৌসুমি), মো. শাহিদুল ইসলামসহ আরো অনেকে।

প্রবাসে বসবাস করেও যশোরবাসীর সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্পর্ককে আরো দৃঢ় করার প্রত্যয়ে এ সংগঠন কাজ করছে বলে নেতৃবৃন্দ তাদের বক্তব্যে জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, যশোর সোসাইটি অব আমেরিকা ইনক শুধু একটি সামাজিক সংগঠন নয়, এটি প্রবাসে যশোরের ইতিহাস, সংস্কৃতি ও ঐক্যের প্রতীক। নতুন কমিটি প্রবাসীদের কল্যাণে আরো সক্রিয় ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

উল্লেখ্য, এ সংগঠনটি দীর্ঘদিন ধরে প্রবাসে যশোর জেলার মানুষদের একত্রিত করে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)