বাংলাদেশ ল’সোসাইটির বার্ষিক ফ্যামিলি নাইট


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 15-10-2025

বাংলাদেশ ল’সোসাইটির বার্ষিক ফ্যামিলি নাইট

গত ১২ অক্টোবর রোববার জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে বাংলাদেশ ল’সোসাইটি ইউএসএ’র বার্ষিক ফ্যামিলি নাইট-২০২৫ অনুষ্ঠিত হয়। বাংলাদেশী আইনজীবী, এটর্নী, ব্যারিস্টার ও ল’ ডিগ্রীধারীদের দ্বারা গঠিত ঐতিহ্যবাহী এই সংগঠন প্রতি বছরের ন্যায় এবারো ফ্যামিলি নাইটের আয়োজন করে। সভাপতি অ্যাডভোকেট এম মতিউর রহমানের সভাপতিত্বে ও ফ্যামিলি নাইট-২০২৫ উদযাপন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব আলম ও অ্যাডভোকেট রেদোয়ানা রাজ্জাক (সেতু) এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন অ্যাডভোকেট মুহিউদ্দিন ও শিশু কন্যা তাজকিয়া আরিফ এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন অ্যাডভোকেট জয়জিত আচার্য্য। প্রথমে আমেরিকার জাতীয় সংঙ্গীত ও সমবেত কন্ঠে বাংলাদেশের জাতীয় সংঙ্গীত গাওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান উপদেষ্টা অ্যাডভোকেট কাজী শামসুদ্দোহা, এটর্নী খায়রুল বাসার, সোসাইটির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকেট ও বর্তমান উপদেষ্টা নাসির উদ্দিন, ব্যারিস্টার মিজানুর রহমান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বশির আহমদ, এটর্নী মুনজের আহমেদ মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ল’সোসাইটি নব নির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সামিউল করিম আলমঙ্গীর, কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোনিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু, সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওয়াহিদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফুর রহমান চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক মো: সাইদুর রহমান। এছাড়া অনেক আইনজীবী ও সুধী জন পরিবারসহ উপস্থিত ছিলেন।

প্রথমে সোসাটির নতুন আজীবন সদস্যদের মধ্যে সনদ বিতরণ ও উপস্থিত ব্যক্তিবর্গ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এছাড়া অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ র‌্যাফেল ড্র’র মাধ্যমে বিভিন্ন পুরষ্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃতি ও নৃত্য পরিবেশিত হয়। শিশু শিল্পী জায়ান বাশার ও মিসেস বাশার সঙ্গীত পরিবেশন করেন। কবিতা আবৃতি করেন অ্যাডভোকেট সাইয়েদ মঈন উদ্দিন জুনেল, অ্যাডভোকেট তাহমিনা এ সুইটি, ড. রফিক আহমেদ, অ্যাডভোকেট কাওসার পারভিন চৌধুরী, নৃত্য পরিবেশন করেন অ্যাডভোকেট সুরাইয়া আক্তার সান্তা, কুব্রাতুনন্নেসা, বাংলাদেশ বেতারের নিয়মিত সংঙ্গীত অ্যাডভোকেট আব্দুর রহিম, অ্যাডভোকেট মাহাবুবুর রহমান বকুল, অ্যাডভোকেট সানাউল্লা, অ্যাডভোকেট জুয়েল আহমদ, অতিথি শিল্পী হিসাবে সংঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সংঙ্গীত শিল্পী নাজু আকন্দ।


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)