অবৈধ অভিবাসীদের আইনি সহায়তায় ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব মামদানির


দেশ রিপোর্ট , আপডেট করা হয়েছে : 01-10-2025

অবৈধ অভিবাসীদের আইনি সহায়তায় ১০০ মিলিয়ন ডলার বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব মামদানির

আসন্ন নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী জোহরান মামদানির নির্বাচনী প্রচারণার অন্যতম মূল লক্ষ্য হলো অবৈধ অভিবাসীদের আইনি সুরক্ষা বাড়ানো। মামদানি বলেছেন, বর্তমানে আমাদের প্রায় ৪ লাখ বাসিন্দা জরুরি ডিপোর্টেশনের ঝুঁকিতে রয়েছেন। আমাদের লক্ষ্য তাদের সুরক্ষা নিশ্চিত করা, নিউইয়র্কের পরিবারগুলোকে একত্র রাখা এবং দেখানো যে, এ শহরে সবাই স্বাগত। 

মামদানির পরিকল্পনা অনুযায়ী, শহরের ২০২৬ সালের বাজেটে থাকা ৫৪ দশমিক ৫ মিলিয়ন ডলারের অভিবাসন সেবার তহবিলকে তিনগুণেরও বেশি বাড়ানো হবে। এর মধ্যে ৪১ দশমিক ৯ মিলিয়ন ডলার অবৈধ অভিবাসীদের বিনামূল্যে আইনি সহায়তার জন্য এবং ১২ দশমিক ৫ মিলিয়ন ডলার অনিয়মিত শিশু অভিবাসীদের রিমুভাল হিয়ারিংয়ে প্রো-বোনো আইনজীবী সহায়তার জন্য বরাদ্দ করা হবে। 

মামদানির ক্যাম্পেইন জানিয়েছে, র‌্যাপিড রেসপন্স লিগ্যাল কলাবরেটিভ প্রোগ্রামের মাধ্যমে আইনি সহায়তা পেলে অভিবাসীদের কেস জেতার সম্ভাবনা বেড়ে যায়। তবে গত বছর পর্যাপ্ত তহবিল না থাকায় মাত্র ১৭৮ জন এ সেবা পেয়েছেন। মামদানি প্রার্থী হিসেবে র‌্যাপিড রেসপন্স লিগ্যাল কলাবরেটিভের তহবিল ৫ লাখ ডলার থেকে ২৫ মিলিয়ন ডলার এবং নিউইয়র্ক ইমিগ্র্যান্ট ফ্যামিলি ইউনিট প্রোগ্রামের তহবিল ১৬ মিলিয়ন ডলার থেকে ৩০ মিলিয়ন ডলার, পাশাপাশি ইমিগ্র্যান্ট অপরচুনিটি ইনিশিয়েটিভের তহবিল ২০ মিলিয়ন থেকে ৪০ মিলিয়নে উন্নীত করার পরিকল্পনা করেছেন। তিনি ২০০ জন নতুন আইনজীবী নিয়োগের কথাও উল্লেখ করেন, যাতে শহরের লিগ্যাল ডিপার্টমেন্টকে কোভিড-প্যান্ডেমিক পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনা যায়। মামদানির পরিকল্পনা অনুযায়ী আরো ১০০ মিলিয়ন ডলার খরচ করা হবে। 

জোহরান মামদানির এ প্রস্তাবনা নিউইয়র্ক সিটির অভিবাসী সম্প্রদায়ের জন্য একটি সাহসী ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তার পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু অবৈধ অভিবাসীদের নয়, পুরো শহরের সামাজিক স্থিতিশীলতা, পরিবার একতা এবং ন্যায়বিচার নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। আগামী নির্বাচনে ভোটারদের সমর্থন আদায়ে এ মানবিক ও অন্তর্ভুক্তিমূলক নীতি একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। 


প্রকাশক: মঞ্জুর হোসেন

সম্পাদক: মিজানুর রহমান

House : 29, Road : 01 Sector : 02, Block :F Aftabnagar, Dhaka:1212 (Opposite China Building) E-mail : deshusdhaka@gmail.com (Advertising & News For Bangladesh)