বাংলাদেশের আবাহনী ক্লাবের ক্রিকেট টিমের সাবেক ম্যানেজার, কমিউনিটির অতিপরিচিত মুখ এবং জ্যামাইকার স্টার কাবাবের সাবেক মালিক শিবলী নোমানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজন রেখে গেছেন। জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর তিনি লংআইল্যান্ডের দিকে একটি বাসার অনুষ্ঠানে যাচ্ছিলেন। এক্সজিট ২১ এর কাছে গিয়ে হঠাৎ করে তিনি অসুস্থবোধ করেন। ওই অবস্থায় তিনি গাড়িটি সাইডে পার্ক করেন। গাড়িতে তার সঙ্গে আরো একজন ছিলেন। গাড়ি পার্ক করার সঙ্গে সঙ্গেই তার মুখ গিয়ে ফেনা বের হতে থাকে। ওই অবস্থায় সঙ্গে থাকা মানুষটি গড়ে থেকে বের হয়ে সাহায্য কামনা করেন। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এলে তাকে কুইন্স হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। শিবলী নোমানীর নামাজে জানাজা গত ১৪ সেপ্টেম্বর বাদ মাগরিব জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। নাজার পূর্বে তার ছেলে সবার কাছে দেওয়া হয়েছেন। জানাজায় কমিউনিটির সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। নামাজে জানাজা শেষে গত ১৫ সেপ্টেম্বও বেলা ১১টায় জ্যামাইকা মুসলিম সেন্টারের লংআইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম গোরস্তানে দাফন করা হয়।
উল্লেখ্য, শিবলী নোমানীর দেশের বাড়ি নরসিংদী জেলার শিবপুরে। শিবলী নোমানীর মৃত্যুতে পুরো বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী বিলাল চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাবেক কর্মকর্তা কাজী তোফায়েল ইসলাম, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি, ওয়াহেদ কাজী এলিন প্রমুখ।